Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে বসতবাড়ী ভাংচুর করে জমি দখলের চেষ্টা 95 0

Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে বসতবাড়ী ভাংচুর করে জমি দখলের চেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে বসতবাড়ী ভাংচুর করে জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে সোমবার সকালে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামে ঘটেছে।
অভিযোগ ও এলাকাবাসী জানায়, উক্ত গ্রামের মোশাররফ হোসেন এর পুত্র নজরুল ইসলাম (৪৪)র সাথে একই গ্রামের মজের উদ্দিনের পুত্র মহির উদ্দিন (৬০)র পুত্রের সাথে দীর্ঘদিন ধরে ৩৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২৭ জুন/২১ইং তারিখ সকালে মহির উদ্দিন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বল পুর্বক নজরুল ইসলামের বসতবাড়ী ভাংচুরসহ জমি দখলের চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারি মহির উদ্দিনের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী মাহাফুজা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ইতিপুর্বেও মহির উদ্দিন ও তার লোকজন একাধিকবার উক্ত জমি দখলের চেষ্টা চালায়। ফলে নজরুল ইসলাম বাদী হয়ে একাধিক মামলাও করেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com